Thursday, May 31, 2018

News,Bangla News

I hope to use the greenhouses for gardening stuff when we are finished with the other 'stuff'. 


ok, so jersy's are good for milking. We have wanted a cow for about two years now, but have not been able to get one. I am hoping to get a couple milkers when we move and a cow for butchering too. Not sure about where we are moving yet tho... that doesn't help. :P

Monday, April 2, 2018

আমার পাঠানো শুভেচ্ছা কার্ডের ছবি অটিস্টিক শিশুদের আঁকা: প্রধানমন্ত্রী

বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে যেসব শুভেচ্ছা কার্ড পাঠানো হয় সেগুলো অটিস্টিক শিশুদের হাতে আঁকা ছবি থেকে তৈরি করা কার্ড বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিভিন্ন উৎসবে মানুষের কাছে আমি যেসব কার্ড পাঠাই, অটিস্টিক শিশুদের আঁকা কার্ড পাঠাই। যার কার্ড নেই তাকে এক লাখ করে টাকাও প্রদান করি, সম্মানি হিসেবে। প্রধানমন্ত্রীর কার্ড সাধারণত ২০ থেকে ২৫ হাজার কপি ছাপানো হয়। এভাবেই আমি কয়েক বছর থেকে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের হাতে আঁকা ছবি দিয়েই শুভেচ্ছা কার্ড বানিয়ে তা পাঠিয়ে আসছি।
১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অটিজম বিষয়ে একসময় আমারও ভালো ধারণা ছিল না। আমার মেয়ে পুতুল এসব বিষয় নিয়ে আমেরিকায় লেখাপড়া করেছে, পুতুল অটিজম নিয়ে কাজ করে।  একবার আমার মেয়ে পুতুলের সঙ্গে গিয়ে দেখলাম- একটা বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, ট্রলির মধ্যে শুয়ে আছে। সে মুখ দিয়ে তুলি কামড়ে ধরে ছবি আঁকছে। আমি সে ছবিটা নিলাম।
এ ঘটনার পর থেকেই অটিস্টিক শিশুদের ছবি দিয়ে শুভেচ্ছা কার্ড বানিয়ে আসছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অটিজম বিষয়ে সরকারের ভূমিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অটিজমের ওপর একটা রেজ্যুলশনও গ্রহণ করেছে জাতিসংঘ। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী একটা সচেতনতা শুরু হয়েছে। আমাদের দেশেও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন লোকদের জন্য প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমে একটা কমপ্লেক্স তৈরি করতে চাই। মৃত্যু পর্যন্ত অটিস্টিক হয়ে জন্ম নেওয়া শিশুদের সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে এখানে। সূচনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনও করে দিয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিত করা।
অটিস্টিক ও প্রতিবন্ধীদের অবজ্ঞা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুযোগ পেলে তারাও দেশের জন্য ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সুস্থ খেলোয়াররা আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বর্ণ নিয়ে আসতে পারে না কিন্তু প্রতিবন্ধী খেলোয়াররা বিদেশ থেকে দেশের জন্য স্বর্ণ জিতে নিয়ে আসে। প্রতিবন্ধী শিশুরা ক্রিকেট থেকে শুরু করে নানারকম খেলাধুলায় পারদর্শী। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারা পছন্দের খেলায় দারুণ প্রতিভার সাক্ষর রাখতে পারে। এজন্যই তাদেরকে সবরকম সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। আমরা সাভারে ২৭৮ কোটি টাকা ব্যয়ে প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স গড়ে তুলছি। জাতীয় সংসদ প্রাঙ্গণেও তাদের খেলার জন্য জায়গার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা এক লাখ ২৫ হাজার প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছি। প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে।
খেলাধুলা ছাড়াও সরকারি চাকুরি এবং বিসিএসে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকুরিতেও তাদের জন্য ১০ শতাংশ কোটা রাখা হয়েছে।
তিনি বলেন, আমি চাই আমাদের দেশের সুস্থ মানুষদের যেমন আমরা সহযোগিতা করে যাচ্ছি, প্রতিবন্ধী, বিশেষ করে অটিজমের শিকারদেরও যেন সেভাবে সবরকম সুযোগ সুবিধা দিতে পারি।
এসময় অটিস্টিক শিশুদের প্রতিভার বিকাশে দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এটা তো তাদের জন্মের দোষ না। আল্লাহ তো মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করেন। কাজেই তাদেরকে অবহেলার চোখে দেখা ঠিক না। চাই সমাজের সচেতনতা।
প্রতিবন্ধী ও অটিস্টিকদের প্রতি সমাজকে আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হয়ে আদর-ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা। তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আগে অটিস্টিক শিশুদের লুকিয়ে রাখা হতো। সেই লুকানোর মানসিকতাটা এখন আর নেই। শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক পর্যায়েও এ ব্যাপারে এখন সচেতনতা সৃষ্টি হয়েছে। অটিস্টিক শিশুদের সমাজে মূলধারায় আনতে প্রয়োজন ছোটবেলা থেকেই উপযুক্ত সুরক্ষা ও প্রশিক্ষণ। এক্ষেত্রে শিশুকাল থেকেই প্রতিবন্ধীত্ব বা অটিজমের লক্ষণের ব্যাপারে পরিবারকে সচেতন থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। কিন্তু তাদের জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে যেন তারা সাধারণ ছেলেমেয়েদের সাথে বসে পড়াশোনা করতে পারে।
এর আগে অটিস্টিক বালিকা ইসাবা হাফিজ জানায়, সে অটিস্টিক বলে তাকে স্কুলে ভর্তি হতে পারেনি। এ জন্য প্রাথমিক সাময়িকী এবং অষ্টম শ্রেণি সাময়িকী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এখন ইসাবা দশম শ্রেণির বই পড়ছে। সে বলে, আমি জানি না আমি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারব কি না।
পরে প্রধানমন্ত্রী এই বালিকার বক্তব্য উল্লেখ করে বলেন, কেন ইসাবা পরীক্ষা দিতে পারবে না? আমি যখন তার বক্তব্য শুনছিলাম, তখন আমার খুব কষ্ট লাগছিল। তাদের প্রতি আমাদের সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে। সবাই তো এক রকম করে জন্ম নেয় না।

Sunday, April 1, 2018

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

আজ থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। 
আজ এইচএসসিতে বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং ডিআইসিএসে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে।
সূচি অনুযায়ী আগামী ১৩ মে পর্যন্ত হবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। ১৪ মে থেকে ২৩ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ পরীক্ষার্থী বেড়েছে। বৃদ্ধি হার ১০ দশমিক ৭৯ শতাংশ। এবার ছেলেদের তুলনায় মেয়ের সংখ্যা কম। ছেলে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ এবং মেয়ে ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।
এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এমএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

Wednesday, March 28, 2018

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী



আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় যুগ পর ঠাকুরগাঁও সফর করছেন শেখ হাসিনা।  এ উপলক্ষে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। গোটা শহরকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। তাই সাজসাজ রব চারদিকে। 
শহরের বিভিন্ন স্থানে ‘শেখ হাসিনা আসবে বলে, ঠাকুরগাঁও চল দলে দলে’- স্লোগান, ব্যানার আর পোস্টারে ভরে গেছে সারা শহর। এদিন বিকাল তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের (বড়মাঠ) সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জনসভা এ যাবতকালের স্মরণীয় জনসভা হবে বলে আশাবাদী খালিদ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর আর সেখানে যাওয়া হয়নি তার। আজকের জনসভার আগে সেখানে ৭১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি প্রধানমন্ত্রী।
এসব প্রকল্পগুলো ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা; বালিয়াডাঙ্গীতে তিনটি সড়কে এবং রাণীশংকৈলে একটি সড়কে সেতু, সদর উপজেলা পরিষদ ও হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, জেলা পিটিআই ভবন সম্প্রসারণ; সদর উপজেলায় পারপুগী-নেকমরদ সড়ক উন্নয়ন, রাণীশং কৈলেতীরনই নদীর উপর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ; পীরগঞ্জ উপজেলায় এক লক্ষ পাঁচ হাজার টন ধারণক্ষমতার সম্পন্ন নতুন গুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিবগঞ্জ ডিগ্রি কলেজ, আবুল হোসেন সরকার কলেজ, চন্দোরিয়া ডিগ্রি কলেজ, রাণীশংকৈল  ডিগ্রি কলেজ, হরিপুর মহিলা কলেজ, পীরগঞ্জে ডি এন ডিগ্রি কলেজ, আব্দুর রশিদ ডিগ্রি কলেজ, রুহিয়া ডিগ্রি কলেজ, সালনন্দর ডিগ্রি কলেজে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হবে।
ঠাকুরগাঁও সদরে  বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সদর আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ; রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; রুহিয়া থানা ভবন; ঠাকুরগাঁও সদর পুলিশ ফাঁড়ি ভবন; ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন হবে।
বালিয়াডাঙ্গী উপজেলায় হলদিবাড়ীসহ দুটি গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রাউৎনগর (সম্প্রসারণ), রন্ধনদীঘি গুচ্ছগ্রাম, সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে বিদ্যুৎবিহীন গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলোকিত গ্রামও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ; পীরগঞ্জউপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; বালিয়াডাঙ্গী কালমেঘ নেকমরদ হাট ভায়া বিশ্বাসপুর সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
সদর উপজেলায় পাঁচটি সেতু, সদর উপজেলায় টাঙ্গন নদীর ডান তীর ও রাণীশংকৈল উপজেলার বাম তীরে সর্তকতামূলক প্রতিরক্ষা কাজ, সদর উপজেলার বুড়িবাঁধ সেচ প্রকল্পের ব্যারেজের ভাটিতে বাম উইং ওয়াল পুনঃনির্মাণ; পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন; ভূল্লী বাজার সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সব কোচিং বেআইনি: শিক্ষামন্ত্রী

             শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সব ধরণের কোচিং সেন্টারই বেআইনি। এ ব্যাপারে হাইকোর্টের রায়ও আছে। কিন্তু দেশে এরকম আরও বেআইনি কাজ হচ্ছে, যা ইচ্ছে করলেই বন্ধ করে দেওয়া যায় না। কোচিং সেন্টার আমরা নিজেরা বন্ধ করতে পারি না, আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করতে পারে। বুধবার(২৮ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, অন্যান্য বারের তুলনায় এবার আমরা প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর…         


                                                                                         

খালেদা জিয়ার জামিন ৫ এপ্রিল পর্যন্ত

             জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ মার্চ) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। অসুস্থতার কারণে সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার বিশেষ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে শুনানিতে আগামী ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেন আদালত। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত ৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধি করেন।…          




                               

Wednesday, March 14, 2018

আজ রাষ্ট্রীয় শোক কাল দোয়া-

আজ রাষ্ট্রীয় শোক কাল দোয়া-

 প্রার্থনাবিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক এবং পরদিন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলেবিস্তারিত 

News,Bangla News

I hope to use the greenhouses for gardening stuff when we are finished with the other 'stuff'.  ok, so jersy's are good for milk...