Wednesday, March 28, 2018

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী



আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় যুগ পর ঠাকুরগাঁও সফর করছেন শেখ হাসিনা।  এ উপলক্ষে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। গোটা শহরকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। তাই সাজসাজ রব চারদিকে। 
শহরের বিভিন্ন স্থানে ‘শেখ হাসিনা আসবে বলে, ঠাকুরগাঁও চল দলে দলে’- স্লোগান, ব্যানার আর পোস্টারে ভরে গেছে সারা শহর। এদিন বিকাল তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের (বড়মাঠ) সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জনসভা এ যাবতকালের স্মরণীয় জনসভা হবে বলে আশাবাদী খালিদ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর আর সেখানে যাওয়া হয়নি তার। আজকের জনসভার আগে সেখানে ৭১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি প্রধানমন্ত্রী।
এসব প্রকল্পগুলো ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা; বালিয়াডাঙ্গীতে তিনটি সড়কে এবং রাণীশংকৈলে একটি সড়কে সেতু, সদর উপজেলা পরিষদ ও হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, জেলা পিটিআই ভবন সম্প্রসারণ; সদর উপজেলায় পারপুগী-নেকমরদ সড়ক উন্নয়ন, রাণীশং কৈলেতীরনই নদীর উপর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ; পীরগঞ্জ উপজেলায় এক লক্ষ পাঁচ হাজার টন ধারণক্ষমতার সম্পন্ন নতুন গুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিবগঞ্জ ডিগ্রি কলেজ, আবুল হোসেন সরকার কলেজ, চন্দোরিয়া ডিগ্রি কলেজ, রাণীশংকৈল  ডিগ্রি কলেজ, হরিপুর মহিলা কলেজ, পীরগঞ্জে ডি এন ডিগ্রি কলেজ, আব্দুর রশিদ ডিগ্রি কলেজ, রুহিয়া ডিগ্রি কলেজ, সালনন্দর ডিগ্রি কলেজে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হবে।
ঠাকুরগাঁও সদরে  বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সদর আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ; রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; রুহিয়া থানা ভবন; ঠাকুরগাঁও সদর পুলিশ ফাঁড়ি ভবন; ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন হবে।
বালিয়াডাঙ্গী উপজেলায় হলদিবাড়ীসহ দুটি গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রাউৎনগর (সম্প্রসারণ), রন্ধনদীঘি গুচ্ছগ্রাম, সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে বিদ্যুৎবিহীন গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলোকিত গ্রামও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ; পীরগঞ্জউপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; বালিয়াডাঙ্গী কালমেঘ নেকমরদ হাট ভায়া বিশ্বাসপুর সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
সদর উপজেলায় পাঁচটি সেতু, সদর উপজেলায় টাঙ্গন নদীর ডান তীর ও রাণীশংকৈল উপজেলার বাম তীরে সর্তকতামূলক প্রতিরক্ষা কাজ, সদর উপজেলার বুড়িবাঁধ সেচ প্রকল্পের ব্যারেজের ভাটিতে বাম উইং ওয়াল পুনঃনির্মাণ; পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন; ভূল্লী বাজার সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সব কোচিং বেআইনি: শিক্ষামন্ত্রী

             শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সব ধরণের কোচিং সেন্টারই বেআইনি। এ ব্যাপারে হাইকোর্টের রায়ও আছে। কিন্তু দেশে এরকম আরও বেআইনি কাজ হচ্ছে, যা ইচ্ছে করলেই বন্ধ করে দেওয়া যায় না। কোচিং সেন্টার আমরা নিজেরা বন্ধ করতে পারি না, আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করতে পারে। বুধবার(২৮ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, অন্যান্য বারের তুলনায় এবার আমরা প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর…         


                                                                                         

খালেদা জিয়ার জামিন ৫ এপ্রিল পর্যন্ত

             জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ মার্চ) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। অসুস্থতার কারণে সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার বিশেষ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে শুনানিতে আগামী ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেন আদালত। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত ৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধি করেন।…          




                               

News,Bangla News

I hope to use the greenhouses for gardening stuff when we are finished with the other 'stuff'.  ok, so jersy's are good for milk...